ইঁদুর ও বিড়ালের সখ্যতা কম না
এটা জানে দেশবাসী তেতুলিয়া রমনা।
রমনায় বসে থাকে ইঁদুরের সর্দার
গল্প তো জমে যায় বিড়ালের বড়দা'র।
সারাদেশ ব্যাপী হয় আলোচনা সংবাদ
তবু তারা বলে বসে ওইসব ঢং বাদ।
সবকিছু রেখে তারা মিল রাখে সখ্য
কেউ কেউ বেছে নেয় তাহাদের পক্ষ।