ফুলেফুলে মিল
মেঘের সাথে মিশতে পারে দূর আকাশের নীল
নীলের সাথে মেঘের যেমন জমে ওঠে ভাব
ইচ্ছে আমার সাজাই জীবন ভরে উঠুক লাভ।
পায়ের তলে ঘাস
ছুঁয়ে দিলে মুচড়ে উঠে ফেলে দীর্ঘশ্বাস
তবু সেতো হয়না মলিন, হয়না কোনো রাগ
ইচ্ছে আমার ওদের সাথে দুঃখ করি ভাগ।
নদীর ভাঙা কূল,
ভাঙে- আবার কারো কাছে রক্তজবা ফুল।
যায় ছেড়ে আর আছড়ে ভাঙে কাশফোটা ওই তীর
ইচ্ছে করে গড়ি আমি ওদের পাশে নীড়।
পাখির ঠোঁটে গান
প্রকৃতিটার সজীব কোষে বান ডেকে যায় বান
বাতাস কেটে দুঃখ ভুলে দেখায় আলোর পথ
ইচ্ছে করে তেমন করে গড়ি ভবিষৎ।