ইচ্ছে আমার অনেকরকম
ইচ্ছে হলে ঘুরি
ইচ্ছে হলে বন্ধু পেতে
গল্পকথা জুড়ি।

ইচ্ছে হলে ময়ূর সাজি
ইচ্ছে হলে হাতি,
ইচ্ছে হলে অনাহারীর
হয়ে উঠি সাথী।

ইচ্ছে হলে খেলা করি
ইচ্ছে হলে হারি
ইচ্ছে হলে রঙধনুতে
আঁকিয়ে নেই বাড়ি।

ইচ্ছেমত পড়তে থাকি
সত্যকথা লিখি
ইচ্ছে হোক আর না-হোক করি
পড়াশোনা ঠিকই।