মনের ভেতর বিজয় মানে স্বাধীনতার সুখ
বারেবারে আনতে বিজয় পেতে দেবো বুক।
বুকের ব্যথা মনের ব্যথা একের যদি হয়,
শত্রু ভেগে আসতে পারে কাংখিত সে জয়।

ডিসেম্বরে এসেছিলো এমন করে দিন
চব্বিশে ফের বিজয় এলো শুধাতে তার ঋণ।
দামাল ছেলে চাইলে পারে অসাধ্য সব কাজ
পড়ার মাঝে দেখিয়ে দেয় রণাঙ্গনের সাজ।

একাত্তরের বিজয় মানে ডিসেম্বরের মাস
বিজয় মানে মনের ভেতর খুশির যত চাষ।
খুশী মানে দেশের প্রতি ভালোবাসা আর-
অভাব-জ্বরায় থাকলে মানুষ যাও পাশে যাও তার।