চারদিকে কী আজব! গন্ধতে ন্যস্ত
ঘরেঘরে কেউ নেই চাষী ভাই ব্যস্ত।
শীত আর গরমের লুকোচুরি বাইরে
এমনই অনুভূতি কোনখানে পাইরে!
হেমন্ত নিয়ে এলো শীতশীত শিহরণ
কুয়াশার ছোটকুচি ছুঁয়ে দেয় দেহমন।
শিউলীরা ফুল হয়ে দুল হয়ে দুলে যায়
আকাশের গোমরাহি মূহুর্তে ভুলে যায়!