একাত্তরে দেখেছিলাম কেমনে বিজয় আসে
লক্ষ তাজা মানুষ খুনী কেমন করে হাসে।
কেমন তাজা ইজ্জত হেনে জবাই করে শেষে
প্রতিবাদী স্বামী-ভাইয়ের গুলি করে এসে।

স্বৈরাচারী মত দমিয়ে আরেক বিজয় এলো
হয়ে গেলো দুঃশাসনের গদি এলোমেলো।
ন্যায়ের পথে সব সময়ে বিজয় উড়ে আসে
ভেংচী কেটে যুগেযুগে হায়েনারা হাসে।

দেশটা আবার নতুন করে রক্ত দিয়ে কেনা
দিনে দিনে বাড়ছে আমার-তোমার কত দেনা।
দেনার দায়ে ভালোবাসো প্রাণের চেয়ে তুমি
কারণ এদেশ সোনার-রুপার-হীরের চারণ ভূমি।