শীতশীত আর হীমহীম ভাব গায়ের পশম কাটা
কোত্থেকে এক উটকো বাতাস কে কাকে দেয় টা-টা!
দক্ষিণে যে ভাদ্র হাওয়া লাগছিলো তো ভালো
সাধ অপরূপ  নয়নাভিরাম ফলের সাথে তালও।