চলে গেলো রমাদান রমাদান যায়
ঈদ এসে কড়া নাড়ে ওই দরজায়
জেগে ওঠো মুসলিম রমাদান যায়!
একটাই কথা কাজ অর্থই মূল
দুনিয়ার কাজে তুমি এত মশগুল!
জেনে রেখো রোজা থেকে ভালো থাকা যায়।ঐ
সাম্যের বাণী নিয়ে এলো রমজান
মুমিনের শরীরেই খুজে পায় প্রাণ।
আমলটা ভারী করো হয়ে রোজাদার
হাশরের বিচারেই হয়ে যাবে পার।
তবু মন রোজা ছেড়ে কেনো খেতে চায়।