পাতার শরীর আলতো ছোঁয়া হলদে যখন শিরার ভাজ
ডগায় তখন শিশির জমা চকচকে তার কারুর কাজ!
ইতল বিতল চিতল চিতল গঙ্গাফড়িং সবুজ ঘাস
সবুজ সবুজ বিল যেখানে ধানের ভেতর চা'লের বাস!
আস্তে যখন সূর্য হেলে একটু করে নিচ্ছে বাঁক,
লম্বা ডগা জড়িয়ে থাকে বরবটি আর কুমড়ো শাঁক!
কুমড়ো শাকের আস্ত ডাঁটা কামড় বসায় নরম গাল
নীল নীলিমার আকাশ তখন হাসতে থাকে নির্ভেজাল।
চাষের জমি উথলে ওঠে হলুদ হলুদ সোনার ধান
সতেজ আমেজ ফুলেল চাষী খুশিতে হয় কী খানখান!
গন্ধ পেয়ে কুটুম আসে পড়তে থাকে বিয়ের ধুম
শীতল বাতাস দখিন কোণের আবেশ বোলায় নিরেট ঘুম।