হেমন্তে আমন তো কাটা হলো শেষ
কুয়াশার শিশিরেই ধুয়ে ওঠে দেশ।
চকচক করে নামে কনকনে হীম
আড়ষ্ট ভেঙে দেশ করে ওঠে জীম।

হেমন্তে পিঠাপুলি নবান্নে দিন
কুটুম্ব সমাগম হয়ে ওঠে ক্ষীণ।
ঢল নামে ছেড়ে দিতে পাতাঝরা গাছ
তাপ নেমে নেমে করে হীমাংকে টাচ।

হেমন্তে শেষ হয় আকাশের দাগ
শীত যেন সুর তোলে সারেগামা রাগ।
দিনের যে সময়টা টেনে নেয় রাত
শীতকাল জাপটিয়ে করে বের হাত।

এসে গেলো শীত আর শিশিরের দিন
ছেড়ে আসা হিমালয় বায়ু ফিনফিন।        
দেখা যায় ফাগুনের ফুল ফোটা রূপ
শীত এসে প্রকৃতিটা মেরে গেলো চুপ।