শীত আমাকে বললো হেলাল ওঠ-
শার্টের ওপর পরিয়ে দেবো কোর্ট।
মাথায় টুপি ঢেকে ফেলা কান
নয়লে লাগাম ধরে দেবো টান?