ডিমের ভেতর পাখির মতো
বেরুলো এক ঠ্যাঙ,
পরে দেখি ঠ্যাঙ নিয়ে এক
বের হয়েছে ব্যাঙ।

ব্যাঙটি ছিলো ডিমের
হঠাৎ শরীর ফেঁপেই হলো
অদ্ভুতুড়ে জিমের!

জিমের শরীর ব্যাঙের যখন
ডিমের শরীর সাদা,
হাটুর বয়স না-তবু সে,
তুলতে থাকে চাঁদা!