মানুষের মাঝে আমি
দেখেছি, একহাসিমুখ ইতিহাস
ইতিহাসে আছে এক মানুষ হাহাকার আর
হাসির পেছনে আছে অবর্ণনীয় কষ্ট
কষ্টগুলো হাসিমুখ দিয়ে ঢেকে
ইতিহাস রচনা করা যায়
তাই-
ঐতিহাসিকগণ পুড়েপুড়ে পুড়ে দগ্ধ হয়-
সৃষ্টি করে সুন্দর হাসির ঠিকানা; এ ঠিকানায় খোঁজে মিথ্যেমাখা একচিলতে সুখ
কিন্তু সুখবর্ষণ বড়ই ক্ষণস্থায়ী!
এঁরা
জুড়ে জুড়ে এক কল্পনার জাল তৈরী করে- অভিনয় করে
মিথ্যে সুখের!
এ অভিনয় দেখে ভাবি-
কোনো কোনো মানুষ কতই না সুখে আছে!