একটা ফড়িঙ জাপ্টে ছিলো ঘাস
তখন এলো সামনে একটা হাঁস।
হাঁসের গায়ে সাদা জামা
পাখনা ঝোলা কেশ
ঘাসের সবুজ ডগার ফাঁকে
ফড়িঙমামার দেশ।
হাঁস চই-চই ডেকে বলে
ফড়িঙমামা এসো
আমার মতো ঘাস খাও দাও
সবার সাথে মেশো।
যেই করেছে ফড়িঙ বাহির ঘাড়
করলো দোয়েল কলজে ফুটো তার!