পুকুরঘাটে হাঁস
ডিম পেড়েছে ডিম
ফড়িং বাসা ঘাস
মারতেছিলো ঝিম।
ডিমের কালার সাদা
বাপরে কী যে ভার!
ফড়িং দিলো বাঁধা
মানলো বলে হার!
ডিম দিয়ে যায় তা
ফড়িং হবে মা!
বেরিয়ে এলো পা
ডিম থেকে এই যা-
হাঁসের মতো ঠ্যাং
লম্বা তাহার নাক
যেন ডাঙার ব্যাঙ
কুইকুই দেয় ডাক।