বাঁশ বাগানে, ঘাস বাগানে ঘুরতেছিল হাঁস
তার ওপাশে ছিলো যে এক খেঁকশিয়ালের বাস।
খেঁকশিয়ালটা করতেছিলো খাদ্যখাবার খোঁজ
আয়েশ করে বাঁশবাগানে করতে হবে ভোজ।
ভোজের খানা কি হবে তাই ভাবতেছিলো যেই
বাঁশবাগানের হাঁসকে দেখে খুশি হলো, সেই!
খুশির ঠেলায় মুন্ডু ধরে নাকি ধরে ঠ্যাং
এমন সময় পায়ের কাছে নেচে ওঠে ব্যাঙ।
ব্যাঙের স্বরে কত্তো কথা ক্রোক ক্রোক ক্রোক
এরই ফাঁকে শিয়াল জিভে ফেললো যে এক ঢোঁক।
জিভ নেড়ে যেই ধরতে গেলো সাদা ডানার হাঁস
ব্যাঙের ডাকে ওপর থেকে ফেললো বানর বাঁশ।
হাঁস খাবে না বাঁশ খাবে ওই, শিয়াল দিলো দৌড়
ব্যাঙ, বানর আর বন্ধুরা তার ভাগিয়ে দিলো চোর!