হাড় নিয়ে চলে গেলো কুকুরের দল
বিড়ালটা ফেলে শুধু জিভ থেকে জল।
একখানা হাঁস তার দুইটাই রান
চারটাই কুকুরের চারদিকে টান!
বিড়ালটা দেখে যায় চকচকে চোখ,
কুকুরের খাওয়া দেখে ফেলে যায় ঢোক।
একছিলো বিড়াল আর চার ছিলো কুকুর
তারপাশে ছিলো এক সাঁতরানো পুকুর।
পুকুরের পাড় ঘেঁষে সাঁতরালো হাঁস
বিড়ালটা তাকে দিলো গলা চেপে ফাঁস।
তাকে রেখে খেয়ে নিলো কুকুরের দল
বিড়ালটা বসে আছে চোখ ছলছল।