হালুম মামা বাঘ
শান্ত স্বভাব আবার দেখি
ভয়ংকরী রাগ।
বাঘের সাথে শেয়াল রাজের
সেদিন হলো খাতির
যে নাকি এই শত্রু সবার-
হাঁস-পাখি আর হাতির।
বাঘের সাথে শেয়াল রাজা
মাংস খেতে ঘুরতো
মনটা ছিলো বাঘ বিরোধী
ব্যটা অনেক ধূর্ত।
বুঝতে পেরে বাঘ
শেয়াল রাজের দেহ করলো
টুকরো করে ভাগ!