হাবু গেলো ডাল কিনতে ফতেপুরের হাঁটে
হোঁচট খেয়ে পড়লে সে ডাল কুকুর সে তা চাটে।
ডাল চাটছে কুকুর
পাশে ছিলো পুকুর
হাবু দিলো ছুট
ডাল হয়ে যায় বুট
হাবু দিলো সাঁতার
বিগড়ে গেলো মাথার-
কুকুর শুধু লাফায়
আর ওদিকে হাবু জলে এদিকওদিক দাপায়!
জল পেরিয়ে হাবু এখন পৌছে গেছে বাড়ি
ডাল কোথায় তোর? মা তখন দেয় আচ্ছামতো ঝাড়ি।