সুনসান নীরবতা চুপচাপ আঁধারে
বসে আছি আজ আমি ফাঁকি দিতে দাদারে!
হাতে কেনো রাখা আছে আঁটোসাটো ডান্ডা
জানে না কী আজ জলে কত বেশী ঠান্ডা!
ঠান্ডাতে কাজ হবে কী-ই করে ডান্ডায়
রোজরোজ দাদাজান কেন এত কান্দায়!
কান্দাতে মাথা এই লেগে যায় ধান্দা
গরমের শেকলেই শরীর যে বান্ধা!