সবুজমাখা প্রকৃতিটা ব্যস্ত যখন ফুলে
উড়ুউড়ু মনটা আমার তখন ওঠে দুলে।
মধুমধু গন্ধ খোঁজে বন্ধ ঘরের কোণে
সৌরভেরা ছড়িয়ে যায় ফুলের আগমনে।
পাতায় মাখা কচি ভাবে গন্ধমাখা রুচি
ঘুরতে থাকে গাছের নীচে রোদের গুড়ো কুচি।
তখন মুছে যায় সেখানে শিশির লাগা ছোঁয়া
রোদের আঁচে তার কী আবার মাথা থাকে নোয়া!
ফুটতে থাকে শিউলী ডগা গভীর রাতের শেষে
ভোরের শিশির পা ধুয়ে দেয় আলতো করে হেসে।
দুর্বাডগায় মুক্তোমালা টপ পরানো হাসি
তাজায় মোড়া সকালবেলা পা ধুয়ে নেয় চাষী।
কামিনী ফুল সন্ধ্যা হলে বন্ধ্যা কাটায় দিনের
থোকায় ভরা গন্ধ এমন- নাম কিনে নেয় চীনের!
হাজার ফুলের শরৎ রাণী গন্ধ ছড়ায় মনে
এমন দিনে চাই যেতে চাই কেবল ফোটা বনে।