ঘুঘু দেখার জন্য আমার
মনটা কেবল কাঁদে
একটা ঘুঘু তখন উড়ে বসলো আমার কাঁধে।
বললো- ঘুঘু, বন্ধু হবে!
উড়বে আকাশজুড়ে?
ঘুঘুর কথায়- হুঁশ হারিয়ে
ছিঁটকে গেলাম দূরে!
কল্পনাতে ঘুঘু আমি
তোমার ছবি আঁকি
বন্ধু হওয়ার আনন্দ আজ
কোথায় পুরে রাখি!
এসো দু'জন উড়বো এবং
ঘুরবো ডানা মেলে
ঘুরতে গিয়ে হবো না আর দস্যি দুষ্টু ছেলে।