মৃত্যুর অসংখ্য সহযাত্রী
আঠালো জীন ঠেলে যখন অগ্রসরমান সাগরের ওপর হাবুডুবু খায়
তখন ওপরের আকাশে মেলে থাকে শীতার্ত বুনো বাতাস
পরীদের ক্ষুধার্ত পেটে জাগে নিষিদ্ধ প্রেম
চা চুমুকের পাশে ওঠা ধোঁয়ায় বিশ্রাম নেয় রক্তাক্ত শ্রম...
চা পাতার অক্ষরে যদি জমকালো বার্থডে পালিত হয়
তবে বুঝে নিতে হবে
আমাদের দৃষ্টিসীমায় এক অসুস্থ্য রাত্রী নেমে এসেছে
অতঃপর ঘোড়ার চমকিত ক্ষুরে
টগবগ টগবগ করে বিধবস্ত দুধের সরে ভাসে জীবনের গান
তখনও অসুর ডিমের আস্তানা জুড়ে থাকে
সহস্র জলহস্তী