এলো এলো রামাদান
মিটিয়ে দেবে সব ঘাত সংঘাত
নামাজহীন অন্তরে-
ভুলে ভরা জীবনের এলো সংবাদ।।
এলো সংবাদ, এলো সংবাদ
ভুলে ভরা জীবনের এলো সংবাদ।
আকাশের মত বড়
ছাতি হলো বুক
মুমিনের কলিজায়
বয়ে গেলো সুখ।
ন্যায় আর সত্যতে
দেহ জুড়ে জেগে ওঠে বেহেশ্তী স্বাদ।।
ধুয়েমুছে পবিত্র
তাজা হলো মন
সবখানে রোজাদার
রয়েছে এখন।
ইফতার তারাবীতে
কত-শত লোক
কী যে ভালো চেয়ে দেখি
শুধু অপলক
মিলনের আনন্দে
কে যে ধনী কে গরীব কাঁধে নিলো কাঁধ।।