ফিলিস্তিনের মূল্য বোঝো- গাজা বাঁচাও,
ইসরায়েলের সৈন্য ধরো বন্য বাদর করে নাচাও।
জাতির বিবেক হাতির মতো শূড়টা বাড়াও
যে যেভাবো পারো সবাই অত্যচারীর গদি নাড়াও।
গাজা বাঁচাও, গাজা বাঁচাও
নিয়ে ছোটো অস্ত্রপাতি জিততে তোমার লাগবে, যা চাও-
গাজা বাঁচাও, গাজা বাঁচাও।
জালিম শাসক তালিম করে মানুষ খুনের ঘৃণ্য যে কাজ
উত্তরসূরী ফেরাউনের ইসরায়েলে বসেছে আজ।
হুংকারে সে বাজায় বাশি মৃত্যু যেন খেলার পুতুল
জীবন নিয়ে খেলছে খেলা শিশুর মতো তুতুল তুতুল।
গাজা বাঁচাও গাজা বাঁচাও
ইসরায়েলের নেতার ধরো- বাঁশের ঝাঁড়ে নিয়ে ছাঁচাও-
গাজা বাঁচাও, গাজা বাঁচাও-
কেমন মানুষ! মানুষ মারে জীবন্ত সব সুস্থ্য দেহের
এখন গাজা মৃত্যুপুরী যা ছিলো তা আগের চেয়ের!
খাবার বিনে বেরিয়ে গেছে বুকের গোণা পাজর-খাঁচাও
গাজা বাঁচাও গাজা বাঁচাও -