নরম পেলে কেনো তারে
জোরসে মারো কোপ!
জানো? নরম লোক-ই জ্ঞানী-
নেই অহংকার লোভ!
যে গাছে ফল বেশী থাকে
মাথা থাকে নুয়ে
ফল নেই যে গাছ দেখেছো!
সটান খাড়া ভূ'য়ে!
খালি কলস বাজে বেশী
ভরা কলস বাজে না
তোমরা ভাবো মুটো বুড়ো
এক্কেবারে কাজে না!
চুপ থাকা এই জ্ঞানী কেনো
পদেপদে ফাঁদে!
নিজকে তাঁরা গুটিয়ে রাখে-
চুপ থাকে কী সাধে?