শালিক ছানা তাইরে না না
গায় রে নানান গান
গোমড়া মুখে বসে শালিক
আর করে না ভান।
ফিঙে পাখি ডাকাডাকি
করে আনে কাক
মৌমাছিরা দলের পাখি
বাঁধছে দারুণ চাক!
গোল বাঁধিয়ে পায়রা-কোয়েল
খুঁটতে থাকে ধান
শিকারী এক দুষ্টু পাশে
ফাঁদ পেতে দেয় টান।
পাখির দেশে নানান পাখি
নেইতো পাখির শেষ,
গাছে পাখি ডাকে পাখি
মুখরিত দেশ।