পাকা আম পাকা জাম পাকাপাকা পেয়ারা
হোটেলেই বসে আছি কোথায় সে বেয়ারা!
পাকা আম কুচি খাবো জাম খাবো টাটকা
ফালতু যে আম দিবে তাকে ধরে আটকা!
কাঁঠালের রসে জিভ করে শুধু জবজব
নানাফল দেখে গালে করে কত উৎসব।
ডালিমের কোয়াগুলো তাজাতাজা লাললাল
রসে করে ভরপুর টসটসে দুই গাল।