নির্যাতিত মুসলমান- শিশু, কিশোর, নারী
কোথায় তাদের বাস্তুভিটা ঝলমলানো বাড়ি!
কোথায় তাদের প্রাণের মানুষ! কোথায় গেছে স্বজন!
দশ জনের যে সোনার সংসার আছে মাত্র ক'জন!
ছিটকে গেলো কোথায় তারা এক নিমিষের বোমায়
খুঁজবো কোথায় রাস্তাঘাটে? হাসপাতালের কোমায়?
হাসপাতালও গুড়িয়ে গেছে রাস্তাঘাটও শেষ
মরুভূমি হয়ে গেছে ফিলিস্তিনি দেশ!
আমার ভাইয়ের রক্তে রাঙা ফিলিস্তিনের মাটি
কারণ তারা আমার স্বজাত মুসলমানের ঘাটি।
তাদের প্রতি সমবেদনা মনের থেকে জানাই
কল্পনাতে তাদের জন্য রাজপ্রাসাদ বানাই।