সবুজ ভূমি অবুঝ মনে ভর করেছে মায়া
নীলের ভাঁজে প্রশ্নগুলো ফেলছে তারই ছায়া
নীলের ছায়া অন্তরে
বিস্ফোরণের মন্ত্ররে।
লক্ষ্য হলো তরুণ বীজে বৃক্ষ হওয়ার সখ
প্রশ্ন তখন হৃদয়জুড়ে সত্য কেনো টক?

আমার যখন ইচ্ছেগুলো প্রশ্ন হয়ে ঘোরে
উত্তরেরা আসতে মাথায় আঘাত হানে জোরে
আঘাত করে অন্তরে
নাড়ায় মুখের দন্তরে
তখন কথায় ছুড়লে জাদু বন্ধ করে মুখ
বলতে পারো তখন আমি কেমনে পাবো সুখ?

বৃষ্টি আসে সৃষ্টি নিয়ে দৃষ্টি রাখা ভালো
বুঝতে আমার দু'চোখ খুলে আমার দিকে জ্বালো
জ্বলতে হবে জ্বলজ্বলে
ভালো যেন ফল ফলে
সঠিক শুনে-বুঝেই আমায় বিচার করো ভাই
না-শুনে তার আগেই তোমার কেনো এ খাই-খাই?