কেনো-
বিধবা বসন্তে ভারাক্রান্তহীন হৃদয়!
সজীবতা হারানো অপরাহ্ন বিকেল
হিমালয়শূন্য মন আমাকে আর টানে না;
তেমনি টানে না
অজস্র কাকাতুয়ার ডাক-
ফুলগুলো পাপড়ী খুলে ডাকে না পাখি
আঁকে না প্রেম
নিশ্চল ঠোঁটে ভেজা প্লাবন
সুখ সাধনায় রত ঢেউ কখন হারিয়ে ফেলেছে কূল- মনে রাখে কী কেউ!
আর আমি সমূহ নীল জোসনায় হাতড়ে খুঁজি- কাটানো
টুকরো কিছু মূহুর্ত;যেখানে একান্তই আপনার বিরহ বৃত্তান্ত
লাল আক্রান্ত চাদরে যদি কালসিঁটে মেঘে প্লাবিত হয়-
তবে বিষন্ন কাঁধ থেকে নেমে আসবে প্রজাপতির রঙ।
ডানা ঝাপটে চলে গেছে কেঊ- মাতৃভূমি ছুঁয়ে
তোমাকে আমার সাংকেতিক উঠোনে স্বাগত জানিয়েও
বুঝলে না হৃদয়ের ভাষা-
কিন্তু ভরাট বেদনার রক্তাক্ত চাঁদোয়া কবলিত
ওষ্ঠে
আমাকে অবহেলিত রাখতে চাই নিজেই, নিজের মতো করে-
সুখী হও
অপার মুগ্ধতায় কাটুক পৃথিবীর দিন, স্বাচ্ছন্দ্যময় হোক তোমার পথ-