পাবদামাছের খাবদা গালে জাবদা করে পুঁটি
ঢুকলো যখন পাবদামাছের সে কী ছুটোছুটি!
ছুটতে গিয়ে খেয়াল ভুলে ঢুকলো শোলের পেটে
শোলটা তখন দিশেহারা নদী ঘেঁটে ঘেঁটে।
ঘাটতে গিয়ে নদীর জলে বোয়াল ছিলো শুয়ে
গালের ভেতর ঢুকলো যে শোল মাথাটা তার নুয়ে।
বোয়াল তখন ছুটলো জলে জুটলো পিছে হাঙর
বললো, বোয়াল শোলের মাথা দাঁতের চাপে ভাঙ ওর!
বললো শুশুক, মিশছে হাঙর বোয়াল যাদের সাথে
আয় ফিরে যাই আমরা সবাই মরুক ওদের হাতে!
ওদের হাতে মরছে না সে মরছে ওদের খেয়ে
এই খাওয়াতে শিক্ষা হবে মরণের গান গেয়ে।