তোমরা আমায় আঘাত করো
ব্যঘাত ঘটাও কাজে
এই দেখো- এই, তোমাদেরকে
রূপ এঁকেছি বাজে।
কান এঁকেছি হাতির মতো
শূড় এঁকেছি হাতের
ছবি যেন গন্ধ ছড়ায়
বিচ্ছিরি তার দাঁতের!
তোমরা আমায় লেজ মুড়ে দাও
কান ধরো আর টানো
এই আমাদের তোমরা ভাবো-
দৈত্য নাকি দানো!
তোমরা মানুষ আমরা গরু
উপকারী প্রাণী
সব বোঝো তাও পাইনা কেনো
কোনো পরিত্রাণ-ই।
গরুর পিঠে সাদা পশম
মন তোমাদের সাদা
মানবতার মুকুট পরে
কেনো কাঁদাও দাদা!