হ্যালো, হ্যালো, ইঁদুর নাকি- ম্যাঁও
না, না, না, না-
ইঁদুর আমার ভাই
একসাথে খাই দাই
এদিকওদিক যাই

-আর তুমি কে ভাই?
আমাকে-
এত যে ফোন দ্যাও!

-বাঃ বাঃ বাঃ বাঃ
আমায় চেনো না!
গলা শুনে বোঝো না! ম্যাঁও ম্যাঁও-
একটু দেখা দ্যাও
তোমার মাথা খাইতে মজা
বুঝতে পেরেছ্যাও!

-ক্যাচ ক্যাচাক্যাচ, আও-
তোমার সাথে না কথা নাই যাও-