ইচ্ছে যদি ময়ূর হতো ময়ূর হতো প্যাঁচা
হাতি হতো অপরাধী পিঁপড়ে দিতো ছ্যাচা!
ডালিমকুমার উড়াল দিতো পাতালপুরী ফাঁকা
ডাইনী নিধন করে যেতাম শহরতলী ঢাকা!
ইচ্ছে যদি আকাশ হতো আকাশ হতো পাখি
তুলোর মতো মেঘ রেখে কী লোশান গায়ে মাখি?
গাছের পিঠে চড়ে যেতাম বাতাসরাজের বাড়ি
প্রকৃতিটা থাকলে সাথে কারো সাথে হারি?
ইচ্ছে যদি লবণ হতো জিভের ডগা স্বাদু
জীয়নকাঠি হাতে পেতাম রাক্ষসীদের জাদু
বদলে দিতাম ইচ্ছে হলে পাপের যত খাতা
একনিমিষে বদলে দিতাম সুইচমোড়া ছাতা।