পাখা ঘোরায় ফ্যান
মানুষ নামের ইংরেজিটা
কী বলোতো, ম্যান?
টিউন মানে বাশি সেটা ভাবছো মুখের শিষ
বার্ডের অর্থ পাখি আবার মাছকে বলে ফিশ।
পটেটো কে আলু বলে নাক কে বলে নোজ
ডোর কে বলে দরজা সেটা বন্ধ হলে ক্লোজ।
বডি মানে শরীর এবং মাউথ মানে মুখ
হেড মানে হয় মাথা তবে বইকে বলে বুক।
পা কে বলে লেগ এবং হ্যান্ডকে বলে হাত
নে'ল অর্থ নখ এবং টিথ মানে হয় দাঁত।
ফিঙ্গার মানে আঙ্গুল
এমনি কত শব্দ তুমি
বলতে পারো নির্ভুল!