থাম্বাছাড়া আকাশখানি
কুঁজো পিঠের উট,
সাদামেঘের দস্যি যেন
নীড়হারা দলছুট।
দলছুটেরা যায়রে ভেসে
গাঁও ছাড়িয়ে নগর দেশে-
তেপান্তরের মাঠ,
বের করে দেয় মাটি ফুঁড়ে
ফুল-ফসলের হাট।
ফুলের মাথায় ডগায়-পাতায়
শিশির পরায় দুল
এমন শোভা দেখতে বলো-
করতে পারি ভুল?