মাথাছাড়া শিং
দিন-রাত হেঁটে যায় ডিংডিং ডিং।
শিং হাঁটে খালি পায়
হয়ে গেছে পাড়াগাঁয়
আজগুবি ভুত
ভয়ে তাই ছেলেমেয়ে
করে খুঁতখুঁত।
রাত হলে শিং দুটি
করে যায় ছুটোছুটি
ওঠে যেই চাঁদ
ছেলেমেয়েদের তাই
ঘুম বরবাদ।
মাথাছাড়া শিঙ
রাত হলে তারা যেন এলাকার কিং।