এখন আমি পড়তে পারি বর্ণ
লিখতে পারি বানান করে কর্ণ।
ছড়াগুলো বলতে পারি ছন্দে
দাদু বলেন- পড়্ দাদুভাই, মন দে!
বইয়ের ভেতর মজা আছে কত্তো
গাড়ী-বাড়ি পুতুল বিয়ের তথ্য।
খেলনা আছে নিচে বড় অক্ষর
পড়তে পারি দিতে পারি টক্কর।
এখন আমি পড়তে পারি খুব তো
আমার পড়া দেখে সবাই চুপ তো।
একটু না হয় বাঁধে পড়া, তাই কী-
দুষ্টু মতির মতো আমি নাই কী!