গাধা ছিলো শুয়ে
শেয়ালের তারপাশে মাথা কেনো নু'য়ে?
একদিন রাজা হবে গাধাটার চাওয়া
সিংহের কাছে থেকে তাই সেটা পাওয়া।
রাজ্যটা পেয়ে গাধা সেই থেকে শুয়ে
চারিদিকে তার যায় সম্মানে ছুঁয়ে।
এতএত সম্মানে বেহুশ এ রাজা
পায়নি সে পেলো আজ জীবনেই যা যা।
সকালটা পেরুলোও সন্ধ্যাও যায়
শাসনের কোনো কাজ করলো না হায়!
এইভাবে রাজা-
সেই থেকে হয়ে গেলো আলসেমি ভাজা!