সারাদিনের কাজের শেষে
দেখলে তোমার মুখ
ক্লান্তি ভুলে জীবন সুখে
ভরে ওঠে বুক।
কিন্তু তুমি দেখলে আমায়
এতই করো হেলা
এত ভালোবাসা দেখে
ভাবো শুধুই খেলা?
ভালোবাসা প্রেমের ভাষা
গোলাপ রঙের ফুল
মনে রেখো এটা কিন্তু
বেঁচে থাকার মূল।
ইচ্ছে মতো খেলছো খেলা
করছো যে পাগলামি,
একদিন ঠিক পুড়বে তুমি
জ্বলছি যেমন আমি।