একদিন কোনদিন দেখলো এ চোখ
গলা থেকে নামলো না শ্বাস নেয়া ঢোক।
ফিরলাম, তাকালাম কী যে অপলক
মন থেকে চাইলাম সে আমার হোক!
ওইপথে বারবার ফিরেফিরে যাই
কারণটা তোমাকে যে এই মনে চাই।
একদিন দুইদিন তিনদিন পর
তুললে যে এইমনে বৈশাখী ঝড়!
মন দিলে প্রেম দিলে চলছিলো দিন
ভালোবাসি কতবেশি বুক চিনচিন।
তুমিআমি একমন একগাল মুখ
দু-জনের ছিলো শুধু সুখ আর সুখ।
ভালোবাসা ভরা ছিলো পূর্ণ এ ঘর
ছারখার করে কেনো হয়ে গেলে পর!
আমি ছাড়া তুমি আর তুমি ছাড়া ঢেউ
একা আমি তুমি নেই বুঝলো না কেউ।