এক যে ছিলো বাঘ
তুলতুলে তার নরম পিঠে, ওমা! ও কী! দাগ-
ঘুরতে গিয়ে গাছ থেকে তার পড়লো পিঠে বানর
বনের রাজা বাঘের আদেশ, এক্ষুণি যা আন- ওর!
আসলো বানর ঘ্যানরঘ্যানর করে বললো, আমার-
দোষ মোটেও নেই, যেতে চাই ওই যে বাড়ি মামার!
ঠিক তখনই ডাল ধরেছি অন্যদিকের মনে
ডাল ফস্কেই! পড়ে গেলাম গভীর কালো বনে।
বনের পথে আপনি ছিলেন নাই ছিলো তাই জানা
ইচ্ছে করে পড়েছি কী! না না হুজুর, তা না!
শুনে এসব বাঘ-
আস্তে করে কমে গেলো তার যে বিকট রাগ!