ঈদ মানে কী বলো-
চারপাশে যার রঙিন আমেজ খুশির টলোমলো?
ঈদের মানে জানি
কত্তো মজার ঘোরাঘুরি খুশির টানাটানি।
-ঈদের মানে নিজের ভাগে নিজের জমা ভূমি
অসহায়ের জন্য কত ভাগ রেখেছো তুমি!
ভূমির ভাগে নয় খুশিটা মনের ভাগে জমাও
অহংকার আর হিংসাগুলো তাদের থেকে কমাও।
কমলে এসব কাঁধ মিলিয়ে তাদের পাশে দাঁড়াও
দেখবে তখন তোমার মতো খুশি হবে তারাও।
ঈদের মানে খুশি
মনের ভেতর তাইতো এমন আনন্দকে পুষি।