পথঘাট সুনসান নীরবতা ভাঙলো,
আতশের গোলাগুলি নেচে ওঠে বাংলো।
রাস্তায় মানুষের নেমে এলো ঢল রে
পোলাপান তাড়া দেয় এগিয়েই চলরে।
রমজান তিরিশের মন করে আনচান
ছেলেবুড়ো আনন্দে বুক করে টানটান।
অপেক্ষা শেষ হয়ে ঈদ এলো মোবারক
মানুষের মানবতা আজ থেকে জয় হোক।
কলুষিত সমাজের খুলে যাক ঢাকনা
পাপগুলো এইভাবে ঈদ নিয়ে যাক না।
কাঁধে কাঁধ মিলনেই সালাতের শিক্ষা
অধর্মবাসীদের হয়ে যাক টিক্কা।