আকাশের বাঁকা চাঁদ বাতাসের ঢেউ
ঈদ মানে খুশি মনে টোকা দেয় কেউ!
মনটাকে নাড়ে
ঈদ হলো পেজা তুলো সাদাকাশে ছাড়ে।
রোজাদার মানে এক পবিত্র মুখ
ঈদ মানে মুমিনের বেহেশতী সুখ।
বেহেশতী নূরে
পাপগুলো ছেড়ে যায় মন থেকে দূরে।
চারিদিক মউমউ গন্ধতে মন
ঈদ মানে ভরে যায় খুশিতে কানন।
খুশি হয় নদী
সারা সন ঈদখানা থাকতো রে যদি!