সিয়াম শেষে ওই আকাশে চাঁদ উঠেছে চাঁদ
উঠলো দুলে খুশির জোয়ার ভেঙেছে তার বাঁধ।
ঈদ মুবারাক ঈদ মুবারাক ঈদ মুবারাক ঈদ।।
আজকে মনে খুশির জোয়ার আনন্দ সংগীত।।
ঈদ মুবারাক ঈদ.... ঈদ মুবারাক ঈদ।
ঈদ মুবারাক ঈদ.... ঈদ মুবারাক ঈদ।

বিভেদ ভুলে ঈদের মাঠে মেলাবো এই বুক
খুশির দিনে গরীব দুখীর বিলাবো রে সুখ।।
অনুভবে খুশির হাওয়া আসমানী তাগিদ।ঐ

ভালোবাসায় হৃদয়েতে ফোটে যত ফুল
প্রভুর নামে তাসবি আমার ভাঙলো মনের ভুল।।
সিয়াম শেষে এসো সবাই তাঁর প্রেমে গাই গীত।ঐ

ভাগ করে নিই সবার ব্যথা মিলাই কাঁধে কাঁধ
এখন থেকে যাক কেটে যাক দুখের কালো রাত।।
আজকে মনে নেই ভেদাভেদ নেই কোনো হারজিত।ঐ