ধনীদের ধনে আছে গরীবের হক
ঈদ মোবারক বলো ঈদ মোবারক।
সব জিভে লেগে যাক মাংশের ঝাল
এক সুরে নড়ুক না সকলের গাল।
আনন্দ থেকে কেউ যায়নি তো বাদ!
তাই দেখে উঁকি দেয় দশদিনে চাঁদ!
ভালো হোক আলোময় ফকফকা ফক
ঈদ মোবারক বলো ঈদ মোবারক।
আর্তের সেবা করো থাকবে না ক্লেদ
শেষ হবে সমাজের সব ভেদাভেদ।
যার যেটা পাওনা ও যার যেটা হক
সব মিটে যাবে, বলো- ঈদ মোবারক।
আষাঢ়ের ঝর্ণাটা ঝরে ঝরঝর
মাঝেমাঝে মেঘ ডাকে কড়কড় কড়।
নীড় ছেড়ে যায় আজ পাখি আর বক
ঈদ মোবারক বলো ঈদ মোবারক।