সেমাই, পায়েশ, লাচ্ছি, কোর্মা,
কিসমিস, বাদাম, পাপর,
ঈদের আকাশ, আতর গায়ে,
সুগন্ধ দেয় কাপড়।
ব্যস্ত মায়ের রান্নাঘরে
আমরা সবাই জড়ো
বাবা বলেন, "সোনামনি,
নতুন পোশাক পরো।"
নতুন পোশাক পরে যখন,
বাইরে এলাম চলে,
পড়ছে তখন রাতের জাগা-
চাঁদের আলো গলে।
আলো যেনো মুঠোয় পুরি
কেউ করেনা মানা,
আজকে ঈদের খুশির দিনে
গজিয়ে গেছে ডানা!