ঈদ হলো পাখি আর ঈদ হলো ফুল
ঈদগাহে চলো পায়ে তুলতুল তুল।
তুলতুলে পায়ে খুকু চলো যাই দূরে
পাখি ঈদ এলো ঈদ ডানা মেলে উড়ে।
ঈদ এলে খুশিগুলো হয়ে যায় ভাগ
ঈদ আনে বন্ধন দমিয়েই রাগ।
ঈদ হলো প্রার্থনা ঈদ হলো গান
ঈদ হলো উপহার বিধাতার দান।
ঈদ হলো তুলতুলে আকাশের চাঁদ
চলো খুকু খেলি আজ ঘুম বরবাদ।
ঈদ হলো খোলামেলা ঝরঝরে দিন
ঈদ এলো এসো এসো শুধাবো যে ঋণ।